শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে ৩১ দফা নিয়ে পথে-ঘাটে বিএনপি: তৃণমূলে জাগরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

দীর্ঘদিন মাঠে রাজনৈতিক নিষ্ক্রিয়তার পর আবারও তৃণমূল পর্যায়ে সক্রিয় হওয়ার আভাস দিচ্ছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নে দেখা গেছে এক ধরনের রাজনৈতিক জাগরণ।

২৪ জুন (মঙ্গলবার) বিকেলে হঠাৎ করেই সরব হয়ে ওঠে উপজেলার কালিগঞ্জ বাজার, পথ ও ঘাট। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রমে। প্রচারে তুলে ধরা হয় ৩১ দফার মূল বার্তা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হকের নেতৃত্বে এ প্রচার কর্মসূচি পরিচালিত হয়। তাঁর তত্ত্বাবধানে অন্তত ২০০ নেতাকর্মী অংশ নেন লিফলেট বিতরণে।

আজিজুল হক বলেন,
“৩১ দফা কোনো দলীয় প্রচার নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়ের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই আমরা মাঠে নেমেছি।”

প্রচারে অংশ নেন, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম প্রধান, সাধারণ সম্পাদক শাহজামাল ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সম্পর্কিত