সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে গাঁজাসহ তিন আটককৃতের কারাদণ্ড

নাগেশ্বরীতে গাঁজাসহ তিন আটককৃতের কারাদণ্ড
নাগেশ্বরীতে গাঁজাসহ তিন আটককৃতের কারাদণ্ড

স্টাফ রিপোর্কুটার :: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দুটি গ্রামে গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ২৫ জুন ) সন্ধ্যার দিকে স্থানীয় যুবসমাজের সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভেন্ডিটারী সুকানদিঘীর আফছার আলী ( ৮০), ডাকনীপাঠ গ্রামের প্রশান্ত কুমার ( ২০) ও দেওয়ালীপাড়ার শহিদুল ইসলাম ( ৩৬)। তাঁরা সবাই ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিনজন দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে এলাকার সচেতন যুবসমাজ। তাঁরা প্রশাসনকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করছেন।

ভিতরবন্দের এক তরুণ বলেন, ‘আমাদের এলাকায় স্কুল-কলেজপড়ুয়া অনেক শিক্ষার্থী মাদকের ছোবলে পড়ছে। চুপ থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই আমরা নিজেরা এগিয়ে এসেছি।’

অভিযানে নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা । তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। স্থানীয়দের সহায়তায় অভিযানটি সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ। তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচার নিশ্চিত করা হয়েছে। এই অভিযান ভবিষ্যতেও চলবে।’
এদিকে ভিতরবন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছে স্থানীয় যুবসমাজ। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাঁরা মাদকের বিস্তার রোধে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত