বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নতুন আহ্বায়ক কমিটি পেল লালমনিরহাট জেলা ছাত্রদল

মো, আবু বক্কর আতাউর,

রিপোর্টার, লালমনিরহাট;

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদ লালমনিরহাট জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (৩ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন:

★ সভাপতি: মো. সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল
★ সিনিয়র সহ-সভাপতি: মো. আমরুল হাসান মোল্লা
★ সাধারণ সম্পাদক: মো. জাহাঙ্গীর খান
★ যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আব্দুল্লাহ আল মামুন
★সাংগঠনিক সম্পাদক: মো. জোয়াদ্দার তৌফিক হাসান শাওন

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদলের নতুন এই নেতৃত্ব জেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটির প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বিভিন্ন নেতাকর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন।

★ ছাত্র রাজনীতিতে তরুণ নেতৃত্বের উত্থান এবং সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত