সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশের চলমান পরিস্থিতি নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

দেশের চলমান পরিস্থিতি নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
দেশের চলমান পরিস্থিতি নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি )। মঙ্গলবার( ২২ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে দলের যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির এক বার্তায় জানান, সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন এনসিপির শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। শিশির বলেন, “দেশজুড়ে যে অস্থিরতা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে, তা নিয়ে আমাদের দলীয় অবস্থান জানাতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, বিমান দুর্ঘটনা, পরীক্ষার স্থগিতাদেশসহ সাম্প্রতিক নানা ইস্যুতে এনসিপি নেতারা বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত