রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃপঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়িতে খেলা করার সময় দরজায় হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিদ্ধার্থ রায় একই এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে খেলাধুলা করার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশে সেমিপাকা ঘরের টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সিদ্ধার্থ। তার মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ওই ঘরের টিনের দরজার উপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছিল। অসাবধানতাবশত তারটি ড়িন দিয়ে কেটে যায় এবং টিনের দরজাটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দরজাটি স্পর্শ করায় শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, “খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত