সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে অস্ত্রসহ দুই সহদর গ্রেফতার

দিনাজপুরে অস্ত্রসহ দুই সহদর গ্রেফতার
দিনাজপুরে অস্ত্রসহ দুই সহদর গ্রেফতার

দিনাজপুর জেলা প্রতিনিধি:: দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ।আটককৃতরা হলেন,সদর উপজেলার বড়গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ মোসলেম উদ্দিন( ৩৫) ও তার ভাই মুরসালিন বাবু( ২৮)।

রবিবার ( ১৭আগস্ট )সকালে দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের বড়গ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ধৃত ব্যক্তিদের বাসায় অভিযান চালিয়ে ট্রাঙ্কের ভিতর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন লোড করা পাঁচ রাউন্ড গুলিসহ দুই ভাইকে আটক করা হয়।

রোববার বিকেলে র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অভিযানিক দল রোববার সকালে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন মুরসালিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার রুম থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত মোসলেম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন তাদের হেফাজতে ছিল বলে স্বীকার করেছেন।

র‌্যাব সূত্রটি জানায়, রোববার বিকেলে তাদের দিনাজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব সদস্যদের পক্ষ থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পর্কিত