
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল তল্লাশির সময় অভিনব কায়দায় লুকানো ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ জামাই ও শ্বাশুড়িকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৫ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা মোড়ের চারমাথা এলাকা থেকে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচে বিশেষভাবে রাখা গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফারুক হোসেন (২৮) এবং তার শ্বাশুড়ি নাসিমা বেগম (৪৫)। পুলিশ জানিয়েছে, তারা ঘনিষ্ঠ আত্মীয়ের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক পরিবহনে জড়িত ছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।