
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছির শাপলা চত্বরের মুক্তমঞ্চে বৃহস্পতিবার ( ৩১ জুলাই ) অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী মানবিক উদ্যোগ—বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি।
‘খাগড়াছড়ি প্লাস’ এর আয়োজনে এবং খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের সহযোগিতায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি “খাগড়াছড়ি প্লাস” অ্যাপে নিবন্ধিত হন অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী রক্তদাতা।
স্বাস্থ্যসেবা ছাড়াও অ্যাপটির ‘গুরুত্বপূর্ণ সেবা’ বিভাগে শহরের যানবাহন চালকদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়—যাতে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ দ্রুত সহায়তা পেতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপের প্রতিষ্ঠাতা হাছানুল করিম, মেডিকেল সেন্টারের ম্যানেজার সাইদুর রহমান ও ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম।
‘খাগড়াছড়ি প্লাস’ এখন শুধুমাত্র একটি অ্যাপ নয়—এটি জেলার মানুষের জন্য জরুরি মুহূর্তে জীবনরক্ষাকারী এক ভরসার নাম।