শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে অস্বচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ

খাগড়াছড়িতে অস্বচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ
খাগড়াছড়িতে অস্বচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক:: খাগড়াছড়িতে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা শহরে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: মাহাবুব আলম। তিনি এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ছাগল পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শুধু পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে না, পাশাপাশি অঞ্চলের অর্থনীতিকেও গতিশীল করবে।”

কর্মসূচিতে সমাজকর্মী মাদল বড়ুয়া ও উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এটি তাদের স্বপ্নপূরণের পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

সম্পর্কিত