শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের অধিকার নিয়ে বালিয়াডাঙ্গীতে উজ্জীবক সভা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

বুধবার (২৫ জুন) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মিলনায়তনে ইএসডিও এর আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

সভায় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার এএসআই নির্মল চন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা প্রকৌশল কর্মকর্তা , উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার , ইএসডিও প্রতিনিধি খাইরুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেক্স-এর সহযোগিতায় ইএসডিও পরিচালিত “থ্রাইভিং থ্রো ইক্যুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় উপস্থাপন করা হয় পূর্ববর্তী বেইজলাইন জরিপের তথ্য। জরিপে বালিয়াডাঙ্গী উপজেলার ১৩৯৫ টি প্রান্তিক পরিবারের আর্থসামাজিক চিত্র তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা বলেন, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, আয়ের পথ বৈচিত্র্যকরণ, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও নিরাপদ পানিসহ সকল খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সভায় সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কাউকে পেছনে ফেলে নয়— সবাইকে নিয়ে এগোতে হবে।

সম্পর্কিত