শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে৪জন গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪জন গ্রেফতার
কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪জন গ্রেফতার

কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার ( ২১ আগস্ট ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে,কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মোকলেচুর রহমান,সাইমুন হোসাইন, সঞ্জয় কুমার দাস ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ভোগতি গ্রামের শওকত শেখের ছেলে সেলিম শেখ (৩৫),কেদারপুর গ্রামের মৃত কাওছার আলী বিশ্বাসের ছেলে ইনদাদুল ইসলাম (৩৪), বুরুলী গ্রামের মৃত বুধাই মোড়লের ছেলে আবু দাউদ মোড়ল,বগা গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন কে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আনোয়ার হোসেন বলেন,বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত