বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

“এভিনিউ অফ সার্ভিস “এওয়ার্ড পেলেন রোটারিয়ান তুহিন

"এভিনিউ অফ সার্ভিস "এওয়ার্ড পেলেনরোটারিয়ান তুহিন
"এভিনিউ অফ সার্ভিস "এওয়ার্ড পেলেনরোটারিয়ান তুহিন

চন্দন মিত্র :: ঢাকার রাওয়া ক্লাবে অনুষ্ঠিত রোটারি ইয়ার সেলিব্রেশন ২০২৫-২৬ অনুষ্ঠানে এক জমকালো আয়োজনে রোটারিয়ান পিপি একেএম আব্দুস সালাম তুহিন পিএইচএফ কে বাংলাদেশ রোটারি কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল কতৃক রোটারি’র সর্বোচ্চ সম্মাননা ” এভিনিউ অফ সার্ভিস ” এওয়ার্ড প্রদান করা হয়।

রোটারি ইন্টারন্যাশনালের অফিস হেড কোয়ার্টার আমেরিকা থেকে পুরু ক্রিস্টালের তৈরী এই ” এওয়ার্ড ও গোল্ড পিন ” বাংলাদেশ রোটারিকে পাঠানো হলে আনুষ্ঠানিক ভাবে ১ জুলাই-২০২৫ রোটারি কান্ট্রি কো-অডিনেটর পিডিজি ইশতিয়াক আবেদুজ্জামান,পিএইচডি দিনাজপুর ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন কে তা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে রোটারি কান্ট্রি কো-অডিনেটর পিডিজি ইশতিয়াক আবেদুজ্জামান পিএইচডি ও ডেপুটি কান্ট্রি কো-অডিনেটর একেএম শামসুল হুদা বাংলাদেশ রোটারি কার্যক্রমে রোটারিয়ান তুহিন এর  ভূমিকার কথা উল্লেখ করে বলেন ” বাংলাদেশ রোটারি লিডারশীপে রোটারিয়ান তুহিন একটি উজ্জ্বল নাম। তিনি ১৯৯৪ সালে রোটারিতে যোগদান করে ২০০৭ সালে দিনাজপুর ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি রোটারি ইন্টারন্যাশনালের এসিস্ট্যান্ট গভর্নর, ডেপুটি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর ও এডিশনাল গভর্নর এর দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি রোটারি বাংলাদেশের এডিশনাল ট্রেইনার, জোন চেয়ার, জোন এডভাইজার,গভর্নরস স্পেশাল এইড ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন করেছেন।

রোটারি লিডারশীপ , পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন-মান উন্নয়নে অসামান্য সেবা প্রদান করায় রোটারি ইন্টারন্যাশনাল তাঁকে এই সম্মানে ভূষিত করায় আমরা আনন্দিত । এওয়ার্ড গ্রহণকালে রোটারিয়ান তুহিন তাঁর এই প্রাপ্তিতে রোটারি পরিবারের প্রতি অসীম কৃতজ্ঞতা ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন ।

সম্পর্কিত