রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কালাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুকমল চন্দ্র বর্মন (পিমল),উপজেলা প্রতিনিধিঃজয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে জুন ২০২৫ বুধবার সকাল ১১ টায় “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মহতামিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান ও উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ। বক্তাগণ মন্দ পরিবেশ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্যে অত্র সভার সভাপতি ইউএনও মহোদয় পরিবেশের কুফল তুলে ধরে বলেন সেখান থেকে রক্ষা পাইতে হলে বেশি বেশি করে গাছ লাগায়, পরিবেশ বাঁচায় এ ছাড়া আর কোন বিকল্প নেই। তিনি আরো বলেন আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি এবং গাছ আমাদের অনেক কাজে লাগে । এখনই বৃক্ষের চারা লাগানোর উপযুক্ত সময় এ বিষয়ে সবাইকে জনসচেতনতা করার কথা বলিয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। পরিশেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত হতে পারেনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ঘোষণা দেন।ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত