মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উলিপু‌রে ছাত্রদ‌লের বৃক্ষ‌রোপণ কর্মসুচী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ছাত্রদ‌লের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি পা‌লিত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ জুন) বি‌কে‌লে পৌর ছাত্রদ‌লের আয়োজ‌নে উলিপুর সরকারি কলেজ মাঠ এবং কাচারি পুকুর পারে নিম গাছ (জিয়া ট্রি)রোপন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে  এ কর্মসূ‌চি পালন ক‌রেন তারা।
এ সময় উপস্থিত ছি‌লেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কে‌ন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আখতার আহসান দুলাল, উলিপু‌র সরকা‌রি ক‌লে‌জের ভাইস প্রিন্সিপাল ‌জো‌বা‌য়ের আল মুকুল, উলিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিখন , খোকন মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক রুমন সিনিয়র যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম শাকিল, ছাত্রদল নেতা হিরা, সুমন, রাকিব, সাফি, মেহেদী, আমিনুল, বাদল প্রমুখ।
বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চিতে কে‌ন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আখতার আহসান দুলাল ব‌লেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে আজ‌কের এই বৃক্ষ‌রোপণ করা হয়। গাছ আমা‌দের অ‌ক্সি‌জেন দেয় এবং পরিবেশ ভারসাম‌্য রক্ষার ক‌রে।
তি‌নি আরো ব‌লেন, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনুস বৈঠকের পরে দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে এমন প্রেক্ষাপটে দেশ বিরোধী একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্রদল সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশে গণতা‌ন্ত্রিক ব‌্যবস্থা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ্।

সম্পর্কিত