শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :: কক্সবাজার উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার ( ১ অক্টোবর )সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ সীমান্ত উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মোঃ আফসার উদ্দিন (৩০)।

সেনাবাহিনী জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে একটি দেশীয় ফাইভ স্টার পিস্তল ( ম্যাগাজিনসহ ),একটি রাউন্ড গুলি, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার উদ্দিন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। আটককৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রীসহ তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত