বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈদুল আজহা সামনে রেখে কুড়িগ্রামে সেনাবাহিনীর চেকপোস্ট চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা


নিজস্ব প্রতিবেদকঃ

ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কুড়িগ্রাম জেলা শহরের গুরুত্বপূর্ণ শাপলা চত্বরে বাংলাদেশ সেনাবাহিনী একটি চেকপোস্ট স্থাপন করেছে। ঈদকে কেন্দ্র করে বাড়তি জনসমাগম ও বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার এবং সহকারী কমান্ডিং অফিসার তাদের দেয়া প্রেস ব্রিফিংয়ে বলেন, জেলা শহর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, অবৈধ দখল, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

তাঁরা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। ঈদকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

সেনাবাহিনীর এই তৎপরতায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে পশুর হাট ও বাজার কেন্দ্রিক এলাকাগুলোতে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ও পথচারীরা।

উল্লেখ্য, ঈদুল আজহা সামনে রেখে জাতীয় নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সেনা টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামেও নেওয়া হয়েছে এই উদ্যোগ।

সম্পর্কিত