বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঈদগাহ মাঠের নতুন ছামিয়ানা কিনতে অর্থ সহায়তা দিলেন ঠিকাদার জাহাঙ্গির আলম

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চিলমারী উপজেলার রমনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জন্য নতুন ছামিয়ানা কিনতে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন ঠিকাদার মোঃ জাহাঙ্গির আলম।
গত শুক্রবার (৬ জুন) বিকালে ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক ও রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা-এর হাতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ তুলে দেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী আসাদুজ্জামান আসাদ ও মাওলানা মোজাম্মেল হক।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরের সময় ঈদগাহ মাঠে ছামিয়ানার প্রয়োজনীয়তা দেখা দিলে তা পূরণের লক্ষ্যে জাহাঙ্গির আলম ২০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এই অনুদান প্রদান করেন।
জাহাঙ্গির আলম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছেন।

সম্পর্কিত