রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শ্যামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শ্যামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শ্যামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধি :: আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারী-শিশু, প্রবীণ-প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শ্যামনগর উপজেলার দাতিনাখালী মুন্ডা পাড়ায় এক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার ( ১১ অক্টোবর ) বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী মুন্ডা পাড়ায় “সিক্সটিনথ ডেইস অব গ্লোবাল এ্যাকশন অন এগ্রোইকোলজি” ক্যাম্পেইনের আওতায় বেসরকারি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় এবং দাতিনাখালী মুন্ডা সংগঠন, বনজীবি নারী উন্নয়ন সংগঠন ও সবুজ সংহতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে কারিগরি সহায়তা করেন শ্যামনগরের স্বনামধন্য ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার।

দাতিনাখালী মুন্ডা সংগঠন এর আনন্দিনী মুন্ডা’র সভাপতিত্বে সারাদিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসর,মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ আছিয়া আক্তার স্বপ্না ( এমবিবিএস )।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন,শ্যামনগর ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক রাহুল মোদক, বারসিক এর কর্মসূচী কর্মকর্তা চম্পা মল্লিক, সহযোগী কর্মসূচী কর্মকর্তা মনিকা পাইক, যুব সংগঠক স.ম ওসমান গনী, বনজীবি ইয়ুথ টিমের পরিচালক মোঃ শামীম হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়, ফলে নানা সামাজিক ও পারিবারিক সমস্যার মুখোমুখি হয়। তাঁরা মানসিক স্বাস্থ্যসেবাকে গ্রামীণ পর্যায়ে আরও সহজলভ্য করার আহ্বান জানান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় চিকিৎসকরা ১০০ জনেরও বেশি নারী, শিশু ও প্রবীণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।

সম্পর্কিত