মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ— নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিবাহী অফিসার মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা সভায় তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।আইন শৃঙ্খলা ভালো না থাকলে কোন উন্নয়ন করা সম্ভব হয়ে উঠে না বা করা যায় না।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি (তদন্ত) মোঃ কাওছার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাখিদার,ইউনাইটেড প্রেস ক্লাব,আত্রাই,নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, ডিজিএম পল্লী বিদ্যুৎ,

আত্রাই কাজী মোছাঃ আয়শা সিদ্দিকাসরকার,উপজেলা খাদ্য অফিসার সামছুন্নাহার, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, বিশা ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খান তোফা, বীর মুক্তি যোদ্ধা মোঃ আব্দুল মান্নান,ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মন্জু, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানাসহ উপজেলা আইন শৃঙাখলা কমিটির সকল সদস্য ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন প্রমুখ।

সম্পর্কিত