মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অবৈধ বালু উত্তোলনে ভাঙনের শঙ্কায় শ্যামনগরে সংবাদ সম্মেলন

অবৈধ বালু উত্তোলনে ভাঙনের শঙ্কায় শ্যামনগরে সংবাদ সম্মেলন
অবৈধ বালু উত্তোলনে ভাঙনের শঙ্কায় শ্যামনগরে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি :: শ্যামনগরে উপকূলীয় এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে ভাঙনের শঙ্কা”বন্ধের দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১১ আগস্ট ) প্রেসক্লাব হল রুমে অবৈধ বালু উত্তলন বন্ধের দাবিতে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জি এম রুস্তম আলী।


লিখিত বক্তব্যে বলেন,শ্যামনগর উপকূলীয় দুর্গা বাটি, পোড়া কাটলা, ভামিয়া,জেলেখালি,ঝাপা এবং চৌদ্দরশি ভাঙনকবলিত এলাকাগুলোতে প্রতিনিয়ত চলছে অবৈধ বালু উত্তোলন। এলাকাবাসীর অভিযোগ, একদল বালু লুটেরা ৩০ থেকে ৩৫টি ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত লাখ লাখ ঘনফুট বালু লুট করছে।বুড়িগোয়ালিনী নৌ থানার ওসির প্রত্যক্ষ মদদে বালু উত্তোলনের অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভাঙনকবলিত এলাকায় স্থানীয়রা একাধিকবার অবৈধ বালু উত্তোলনকারীদের আটক করে নৌ থানাকে অবহিত করলেও ওসি নানা অজুহাতে লুটেরাদের ছেড়ে দিচ্ছেন। এতে নদীভাঙন আরও তীব্র আকার ধারণ করছে।বর্তমানে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের জন্য ১,০২০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ চলছে।

কিন্তু একদিকে বাঁধ মেরামতের নামে হাজার কোটি টাকার কাজ এগিয়ে চললেও, অন্যদিকে সেই ভাঙনকবলিত অংশ থেকেই অবৈধভাবে বালু তোলা হচ্ছে।এলাকাবাসী দাবি অবিলম্বে এসব অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

একই সঙ্গে বালু লুট চলতে থাকলে মেগা প্রকল্পের কাজ বন্ধের এলাকার ভাঙ্গনের সম্মুখীন হতে হচ্ছে তাই দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি‌।

সম্পর্কিত