
দিনাজপুর জেলা প্রতিনিধি :: দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক )মোসফেকুর রহমানকে গ্রেফতারের দাবিতে আজও পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থা করে।
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)মোঃ মোসফেকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে আজও অব্যাহত রয়েছে আন্দোলন।
বৃহস্পতিবার( ১৭ জুলাই )সকাল দশটা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে ।
গত ১৬ ই জুলাই গোপালগঞ্জে এনসিপির জুলাই পদ যাত্রার কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের হামলার পর সেনাবাহিনীর গাড়ি আর্মড পার্সোনেল ক্যারিয়ারে করে গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির শীর্ষ স্থানীয় নেতারা।
এ নিয়ে দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোঃ মোসফেকুর রহমান নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন ,”ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি”। সমালোচনার মুখে মোহাম্মদ মোসফেকুর রহমান তার ফেসবুক থেকে স্ট্যাটাসটি সড়িয়ে ফেললেও,ততক্ষণে স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এরই জেরে মোঃ মোসফেকুর রহমানকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে বুধবার রাত থেকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটোকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা।
আন্দোলনের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবির। বুধবার রাত থেকে আজ এ রিপোর্ট লেখা পর্যন্ত মোঃ মোসফেকুর রহমান এর গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলমান রয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন জানান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোসফেকুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হেডকোয়ার্টার( অতিরিক্ত দায়িত্ব ) মিয়া মাসুদ করিম সাক্ষরিত আদেশে প্রত্যাহার করে ১৭জুলাই পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।