
মো:মেহেদী হাসান
স্টাফ রিপোটার :
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আত্রাইয়ে কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে।
নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাটে জমে উঠেছে কোরবানি পশু কেনার ধুম।
সকাল থেকেই কোরবানির পশু কিনতে আগ্রহী ক্রেতারা হাটে ভিড় করছেন। পশুর দাম নিয়ে বিক্রেতাদের কিছুটা অসন্তোষ থাকলেও ক্রেতারা বাজেটের মধ্যে পছন্দের গরু কিনতে পারার কথা জানিয়েছেন। মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে বলেও জানিয়েছেন পাইকার ও ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার (৫ জুন) আহসানগঞ্জ হাট ঘুড়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক, পিকআপ ভরে আসছে কুরবানির পশু। কুরবানির ঈদ উপলক্ষ্যে হাটের প্রধান ফটকসহ গরু ছাগলে ভরে গেছে পুরো মাঠ।
এদিন হাটে মাঝারি আকৃতির গরুর দাম গড়ে দেড় লাখ টাকার ওপরে চাওয়া হচ্ছে। কিছুটা বড় আকারের গরু বিক্রি হচ্ছে আড়াই থেকে ৩ লাখ টাকায়। আর ছোট গরুর দাম হাঁকানো হচ্ছে ৯০ হাজার থেকে ১ লাখ টাকা। এর নিচে কোনও গরু দেখা যাচ্ছে না। ষাঁড় গরু বাদ দিলে বলদ গরুর দাম তুলনামূলক কিছুটা কম রাখা হচ্ছে।