মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মাহিন্দ্র চালকের মৃত্যু

মোঃ মাকসুদুর রহমান

শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার-পাঠাকাটা রোডে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাহিন্দ্র (লড়ি) চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম ফাহিম (২০), পিতা মোঃ রেজাউল করিম। তিনি জামালপুর জেলার লক্ষিচর ইউনিয়নের বারোমারি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঠাকাটা সিমানায় আঃ হামিদ মেম্বারের বাড়ির কাছে মোঃ ফরিদ মিয়ার জমিতে নারায়নখোলা ঘাট থেকে আনা বালু ফেলা হচ্ছিল। এ সময় ফাহিম তার চালিত মাহিন্দ্র লড়ির ডাম্পার (উপরের অংশ) তোলেন। ডাম্পারটি উপরে ওঠার সময় সেটি পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে যায়। সঙ্গে সঙ্গে ফাহিম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বালুগুলো পাঠাকাটার ফরিদ মিয়ার জমিতে ফেলা হচ্ছিল। বালু আনা হয়েছিল নারায়নখোলা ঘাট থেকে কালাম নামের এক ব্যক্তির মাধ্যমে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাটি এলাকায় চরম শোকের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

সম্পর্কিত