সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে ১০ম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দিনাজপুরে ১০ম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দিনাজপুরে ১০ম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দিনাজপুর জেলা প্রতিনিধি :: জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর ৭নং ওয়ার্ডে ১০ম কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার( ২২ আগস্ট )বিকালে দিনাজপুর শহরের বালুবাড়িতে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক।

উদ্দোধনী খেলায় ট্রাইব্রেকারে নবাবগঞ্জ ফুটবল একাডেমী ৪-৩ গোলে পঞ্চগড় শাপলা সংঘকে পরাজিত করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। নির্ধারীত সময়ে খেলা ১-১ করে গোলে খেলা ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায়।


দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, চালকল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেইন প্রমুখ।

“খেলাধুলায় ভরপুর- জেলা মোদের দিনাজপুর” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত্বাবধানে ১০ ম বারের মতো দিনাজপুর ৭নং কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হলো।

এবার দিনাজপুর সহ উত্তরাঞ্চলের মোট ১৬ টি দল খেলায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে আয়োজক।

সম্পর্কিত