
বিশেষ প্রতিনিধি :: কর্মস্থলে অনুপস্থিত থাকা,অধস্তনের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে সংসার ভাঙার চেষ্টা,অভিযোগ জানাতে আসা ব্যক্তিকে মারধর এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে নির্যাতন করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন পুলিশের পাঁচ কর্মকর্তা ৷
বুধবার ( ৩০ জুলাই ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পাঁচ প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের আদেশ জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান,রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার, র্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি (এসপি পদে সুপার নিউমারারারি পদোন্নতি পাওয়া )রাজীব দাস ও বরিশাল আরআরএফের এএসপি আফজাল হোসেন।
এদের মধ্যে এসপি শিবলী কায়সারকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে আসা ব্যক্তিকে মারধরের অভিযোগে।
অতিরিক্ত এসপি জুয়েল চাকমা বরখাস্ত হয়েছেন দুই বছর আগে মেডিকেল প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার করে নির্যাতন ও তাদের যথাসময়ে আদালতে হাজির না করানোর অভিযোগে।
কনস্টেবলের প্রথম স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া, কুপরামর্শ ও তার সংসার ভাঙার চেষ্টার অভিযোগে বরখাস্ত হয়েছেন এএসপি আফজাল।
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-1785728225588167&output=html&h=280&adk=2271175117&adf=3040508113&w=802&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1753928040&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1122664118&ad_type=text_image&format=802×280&url=https%3A%2F%2Fjashorepost.com%2F%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%2581%25e0%25a6%259a-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%2F&fwr=0&pra=3&rh=200&rw=801&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTM4LjAuNzIwNC4xNjkiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90KUE7QnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEzOC4wLjcyMDQuMTY5Il0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTM4LjAuNzIwNC4xNjkiXV0sMF0.&dt=1753928040560&bpp=1&bdt=1385&idt=1&shv=r20250729&mjsv=m202507230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D728e80ebba9b9442%3AT%3D1753195805%3ART%3D1753927864%3AS%3DALNI_MZkyEv-bKOvzu1uhgoPmCVk0xE8hg&gpic=UID%3D0000116c15855003%3AT%3D1753195805%3ART%3D1753927864%3AS%3DALNI_MYe16XC_WZsBxMusxIDvfWySNTxAw&eo_id_str=ID%3D0d6ab1da13a0f5df%3AT%3D1753195805%3ART%3D1753927864%3AS%3DAA-AfjY9slXifJzoNloeC0brV1Ms&prev_fmts=0x0%2C802x280%2C1200x280%2C802x280&nras=4&correlator=198735009792&frm=20&pv=1&u_tz=360&u_his=4&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=101&ady=2089&biw=1351&bih=641&scr_x=0&scr_y=0&eid=95362655%2C95366794%2C95366913%2C31093654%2C95344787%2C95359265%2C95367165&oid=2&pvsid=2789008057254971&tmod=1233151956&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fjashorepost.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C641&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&pgls=CAEaBTYuOC4y&ifi=5&uci=a!5&btvi=3&fsb=1&dtd=27
ডিআইজি আনিসুর রহমান ও এডিসি রাজীব দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘পলায়নের’ অভিযোগে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।