মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সফল অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সফল অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
বাঘাইছড়িতে সেনাবাহিনীর সফল অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি :: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ( মূল )এর সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,গুলি,ওয়াকিটকি ও গুপ্তচর যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় ৬ই বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক।

অভিযানটি শুরু হয় আজ ভোররাতে সাড়ে ৪টায় নরেন্দ্র কারবারী পাড়া এলাকায়।সেনা সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করলে ইউপিডিএফ( মূল )এর একটি সশস্ত্র দল পালানোর চেষ্টা করে,এ সময় উভয়পক্ষে গুলি বিনিময় হয়। পরে অভিযান শেষে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করে—

১টি সাবমেশিনগান (SMG),৩টি দেশীয় বন্দুক,১টি এলজি,৭ রাউন্ড এ্যামোনিশন ও ৪২টি বিভিন্ন খালি গুলির খোসা,৪টি ওয়াকিটকি সেট ও একটি মটোরোলা টকাবয় সেট,২টি ক্যামেরা ও ১টি স্পাই ক্যামেরা সানগ্লাস,৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ পতাকা, ৫টি আর্মবেন্ড,১২টি বিভিন্ন প্রকার বই ও প্রশিক্ষণ সংক্রান্ত ডকুমেন্ট।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা বলেন, “এই অভিযান শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হয়েছে। পার্বত্য অঞ্চলে যেসব সশস্ত্র দল সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে আমরা শ্রদ্ধা ও সহানুভূতির চোখে দেখি এবং তাদের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর।”

সেনাবাহিনীর এই পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে। অনেকেই জানান, এই ধরনের অভিযান সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ও সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানানো হয়।

সম্পর্কিত