মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান :: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক ) ফটিকছড়ি উপজেলা সংসদের আওতাধীন বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন উপমহাদেশের প্রখ্যাত সাধক ভক্তবাঞ্ছাকল্পতরু গুরুদাস পরমহংস ফকিরবাবাজীর সাধনপীঠ সুয়াবিল সিদ্ধাশ্রমে গতকাল ২৫ জুলাই বিকাল ৩ টায় বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

১ম অধিবেশনে পৌরসভা বাগীশিকের সভাপতি শ্রীযুত সজল চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সাধারন সম্পাদক অমিত ভৌমিক সৈকত। বিশ্ব মানবতার অংশ হিসেবে সমাজ কর্মী শ্রী রাহুল নাথের চিকিৎসার জন্য তার পিতার নিকট নগদ অর্থ সহযোগিতা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীযুত বাসু চৌধুরী, উদ্বোধক ছিলেন উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সহ সভাপতি ডা: মানিক নাথ, গীতাপাঠ করেন শ্রী সবুজ সরকার, সম্পাদকীয় পাঠ করেন অমিত ভৌমিক সৈকত,আর্থিক বিবরণী পাঠ করেন শ্রী আকাশ চৌধুরী নান্টু।

বক্তব্য রাখেন সিঃ সহ সভপতি শ্রীযুত রুপক দে, সাধারণ সম্পাদক শ্রী লিটন মহাজন, সহসম্পাদক শ্রী উজ্জ্বল নাথ,শ্রী অমর দে, সহদপ্তর সম্পাদক শ্রী অমর চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক শ্রী সৈকত দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী পার্থ ঘোষ, সম্মানিত নির্বাহী সদস্য মাস্টার শ্রী দেবাশীষ দেব, শ্রী সাধন নাথ, বাগানবাজার ইউনিয়ন সংসদের সম্মানিত সভাপতি শ্রী তাপস নাগ, সাধারন সম্পাদক শ্রী রবিন চন্দ্র দে, নারায়ণহাট সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক ব্যাংকার শ্রী সনজিত দে, পাইন্দং সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী সজিব দে, নাজিরহাট পৌরসভা সংসদের সকল সম্মানিত নেতৃবৃন্দ।

২য় অধিবেশনে সাধারণ সম্পাদক মাস্টার লিটন মহাজনের সঞ্চালনায়, শ্রী মানস চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত পৌরসভার নেতৃবৃন্দের সরাসরি অংশগ্রহণে আগামী ( ২০২৫-২০২৮ )সংসদের জন্য সভাপতি নির্বাচিত হন শ্রী সঞ্জয় ধর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শ্রী রবি দে।

পরিশেষে সভাপতি দীর্ঘসময ধরে সম্মেলনে উপস্থিত থেকে সম্মেলন কে সফল ও সার্থক করার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পর্কিত