মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত- ৪

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত- ৪
খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত- ৪

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ের দুই প্রতিদ্বন্দ্বী সংগঠন—সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসিতপন্থী ইউপিডিএফ-এর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় সংঘর্ষে ইউপিডিএফ-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’-এর চার সদস্য নিহত হয়েছেন।

পুলিশ জানায়,ইউপিডিএফ-এর সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস-এর কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের নির্জনতায় প্রচণ্ড গুলিবিনিময়ে পুরো এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় জেএসএস ও ইউপিডিএফের কারোর বক্তব্য পাওয়া যায় নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, “ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে, যা মাঝে মাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সম্পর্কিত