মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু
প্রতিকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের বড়পাড়ায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ জুলাই )বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন পঙ্কজ ত্রিপুরা( ৪৫) ও উপেন ত্রিপুরা ( ৩২)। আহত চন্দ্ররাণী ত্রিপুরা( ২২) সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়পাড়ার কাঁচা রাস্তায় মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন পঙ্কজ ও উপেন ত্রিপুরা। পথে হঠাৎ ঝুলে থাকা সার্ভিস লাইনের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই উপেন ত্রিপুরার মৃত্যু হয়। পঙ্কজ ত্রিপুরাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় সঙ্গে থাকা চন্দ্ররাণী ত্রিপুরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন।

স্থানীয় নারী কার্বারী পূবালী ত্রিপুরা জানান,এই ঝুলে থাকা তারের বিষয়ে আমরা বহুবার বিদ্যুৎ বিভাগকে জানিয়েছি। কিন্তু কেউ কানে তুলেনি। আজ দুটি প্রাণ চলে গেল,তারপর ব্যবস্থা!

খাগড়াছড়ি বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ ফায়জুল আলীম আলোর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। তবে ভারপ্রাপ্ত এসবিএ মলয় কুমার ত্রিপুরা বলেন, “ঘটনার পর স্থানীয়রা জানালে আমরা সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ তার কেটে দিই। আগে কেউ জানায়নি, জানালে দুর্ঘটনা নাও ঘটতে পারত।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আব্দুল বাতেন মৃধা বলেন, “পঙ্কজ ত্রিপুরাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত