বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারী জাল উদ্ধার

ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারী জাল উদ্ধার
ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারী জাল উদ্ধার

যশোর প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও ভেসাল জাল জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার( ২২ জুলাই )সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) নাভিদ সারওয়ারের নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলার পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা ব্রিজ, মোহিনীকাঠি এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের পায়রাডাঙ্গা এলাকায় কপোতাক্ষ নদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদ থেকে ৩৪টি চায়না দুয়ারী জাল এবং ৩টি ভেসাল জাল জব্দ করা হয়। জব্দকৃত সকল জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার নান্নু রেজা, ঝিকরগাছা থানার এস.আই রেজাউর ইসলাম এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

সম্পর্কিত