সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হকিতে বাংলাদেশ নারী দলকে ১১গোলে হারালো জাপান

হকিতে বাংলাদেশ নারী দলকে ১১গোলে হারালো জাপান
হকিতে বাংলাদেশ নারী দলকে ১১গোলে হারালো জাপান

অনূর্ধব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী দল প্রথমবার অংশগ্রহণ করেছে। অভিষেক ম্যাচে তারা বড় হার দেখেছে। চীনের ডাজহু শহরে জাপানের কাছে আজ ১১-০ গোলে হেরেছে।

বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। প্রথম কোয়ার্টারে এক গোল হজম করেছিল। পরের পনেরো মিনিটে জাপান আরও ২ গোল দেয়। বাংলাদেশ ৩ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে যায়।

বিরতির পর বাংলাদেশ লড়াই করেছে। তৃতীয় কোয়ার্টারে জাপান মাত্র এক গোল করে।শেষ কোয়ার্টারে বাংলাদেশ নারী হকি দল আত্মসমর্পণ করে। ১৫ মিনিটের মধ্যে সাত গোল হজম করে। ১১-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

আগামীকাল ছেলেদের দল শ্রীলঙ্কা ও মেয়েদের দল উজবেকিস্তানের মুখোমুখি হবে।

সম্পর্কিত