বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার

কুমিল্লায় পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার

বিশেষ প্রতিবেদক :: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ খোকন মিয়া (৫৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার ( ৪ জুলাই ) ভোরে সদরের চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

খোকন মিয়া পাচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়,এলাকার খোকন মিয়া অবৈধ একটি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে একটি পিস্তল, একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জহিরুল হক বলেন পিস্তলটি খোকন মিয়ার।

ওসি মহিনুল জানান, অভিযান শেষে গ্রেফতার আসামি ও অস্ত্র কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা মামলা নিয়েছি। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

সম্পর্কিত