
✍️ এম এ ওয়াহেদ, লাখাই থেকে
হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ২টি রাইডার চুরি করে নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চন্দ্র দাশ জানান, বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে বিদ্যালয়ে এসে দেখতে পান অফিস কক্ষের তালা ভাঙা এবং কক্ষে রক্ষিত দুটি রাইডার চুরি হয়ে গেছে। চুরি যাওয়া রাইডারগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ থেকে ৯ হাজার টাকা বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এর আগেও এই বিদ্যালয়ে আরও তিনবার চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাসহ এখন পর্যন্ত মোট চারবার চুরি সংঘটিত হলো। এবারের ঘটনায় তিনি লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন বলেন, “প্রধান শিক্ষক আমাকে ঘটনার বিষয়ে অবহিত করেছেন এবং তিনি থানায় জিডি করেছেন বলেও জানিয়েছেন।”
বিদ্যালয়ে কোনো নৈশ্য প্রহরী নিয়োজিত আছে কি না জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা জানান, “বর্তমানে কোনো বিদ্যালয়ে নৈশ্য প্রহরী নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এখনো সে ধরনের পদে নিয়োগ প্রক্রিয়া চালু হয়নি।”
এদিকে, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, “এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত জিডি করা হয়নি, তবে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। আমি থানার এএসআই আনোয়ারুল হককে ঘটনাটি তদন্ত করার দায়িত্ব দিয়েছি।”
পুনরায় চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।