শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি পুষ্টি ও ফল মেলার উদ্বোধন

 

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি ও ফলমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় মেলায় স্থানপ্রাপ্ত কৃষি প্রযুক্তি উপকরণ ও দেশীয় বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে ৩ দিনব্যাপী মেলা উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল। এছড়া সভায় সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, কৃষি উদ্দ্যোক্তা, উপকারভোগী ও চাষীসহ অনেকে উপস্থিত ছিলেন। সভা শেষে গাছের চারা বিতরণ করা হয়।

সম্পর্কিত