শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

এম এ ওয়াহেদ, লাখাই থেকে:
লাখাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার বামৈ বড় বাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আল-মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, জননী মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ শত টাকা এবং রেনুফুল সুইটমিটকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ এ তথ্য নিশ্চিত করে বলেন, “ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ।

সম্পর্কিত