বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

মোঃ ওয়ালীউল্লাহ হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ রেজাউল করিম কিনা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে লাঠিপেটা করে হত্যা করেছে এক সন্ত্রাসী। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ঘটনাটি ঘটে গত ২৫ জুন (বুধবার) সকাল ৯টার দিকে, পাঁচবিবি পৌরসভার ৯নং ওয়ার্ডের হরিহরপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রেজাউল করিম কিনা। এ সময় পেছন থেকে আরিফ হোসেন (২০), পিতা মোঃ কামাল হোসেন, গ্রাম পুটারবিল, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট, লাঠি দিয়ে তাঁর উপর অতর্কিত হামলা চালায়।

লাঠির আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে সেদিনই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টায় তিনি মারা যান।

রেজাউল করিম কিনার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হত্যাকারী সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল হোসেন বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামিকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”

সম্পর্কিত