বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আরাফাত রহমান কোকো স্মরণে চিলমারীতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চিলমারী সংবাদদাতা:
কুড়িগ্রামের চিলমারীতে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪:৩০ মিনিটে চিলমারী সরকারি ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় চিলমারী নারী ফুটবল একাডেমি বনাম পাটগ্রাম নারী ফুটবল একাডেমি, লালমনিরহাট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মতিন সরকার শিরিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সভাপতিত্ব করেন মোছা জান্নাতুল ফেরদৌস চায়না, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চিলমারী উপজেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার হামিদুর রহমান, আশির দশকের তারকা খেলোয়াড় সাজু, সাবেক খেলোয়াড় বাবু, সাংবাদিক আখতারুজ্জামান আসিফ, এবং সাবেক ছাত্রদল নেতা সুমন। খেলাটি পরিচালনা করেন এক সময়ের তুখোড় খেলোয়াড় শাহীন।

খেলার প্রথমার্ধে পাটগ্রাম নারী ফুটবল একাডেমি ১ গোল করে এগিয়ে যায়। তবে ১৫ মিনিটের মাথায় চিলমারী একাডেমি সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধে পাটগ্রাম দল আরও দুইটি গোল করে ৩-১ গোলে বিজয়ী হয়।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরো আয়োজনটি সার্বিকভাবে সহযোগিতা করেন মোঃ জিহাদ ফেরদৌস চমক, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ
জাতীয়তাবাদী ছাত্রদল, কুড়িগ্রাম জেলা শাখা।

সম্পর্কিত