বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় যুবককে আটকে জনতার মারধর পুলিশী অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

 

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর ১ টি ওয়ান শুটারগান ও ২টি গুলিসহ উদ্ধারসহ রাসেল মন্ডল (২২) নামে আটক করে মারধর করে পুলিশে দিয়েছে জনতা। রাসেল মন্ডল পাংশা উপজেলার শরিষা খালপাড়া গ্রামের মোঃ পানা মন্ডলের ছেলে।

বুধবার (২৫ জুন) সকালে পাংশা থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত মঙ্গলবার (২৪ জুন) রাত ১১টার সময় সংবাদ পান যে, পাংশা থানার শরিষা বাজারে রাসেল মন্ডলকে (২২) স্থানীয় জনগন মাদক কারবারী সন্দেহ করে আটক করে রেখেছে। তার নিকট অস্ত্র রয়েছে। এ সংবাদের প্রেক্ষিতে পাংশা থানা পুলিশ রাত সাড়ে ১১টার সময় পাংশা থানার শরিষা বাজারে উত্তর পার্শ্বে আধারকোটা চৌরাস্তার উপরে উপস্থিত হইয়া দেখিতে পান যে, স্থানীয় উত্তেজিত জনতা রাসেলকে আটক করে মারধর করছে। পুলিশ উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে হেফাজতে নেয়। স্থানীয় উত্তেজিত জনগণ তাকে কিল,ঘুষি মেরে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। উপস্থিত অন্যান্য লোকজনের সামনে ধৃত রাসেলকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার কাছে একটি অস্ত্র ও গুলি রয়েছে। অস্ত্র ও গুলি সে পলাতক আসামীদের সহযোগীতায় সন্ত্রাসী কার্যক্রম করার জন্য পাংশা থানার শরিষা (দক্ষিণপাড়া) মোঃ সোলেমান মোল্লার বসত বাড়ীর পূর্ব পাশে খড়ের পালার ভিতরে লুকিয়ে রেখেছে। তার স্বীকারোক্তিতে রাত ১২টার সময় পাংশা থানার শরিষা (দক্ষিণপাড়া) মোঃ সোলেমান মোল্লার বসত বাড়ীর পূর্ব পাশে খড়ের পালার ভিতরে তল্লাশীকালে নিজ হাতে বের করে দেয়। একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে একটি সচল ওয়ান শুটারগান, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় বুধবার (২৫ জুন) সময় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত