বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে দু’দিন ব্যাপী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে দুইদিন ব্যপী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশ গ্রহনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৬ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্টান অংশ গ্রহন করেছেন কালাউক উচ্চ বিদ্যালয়, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়,করাব রহমানিয় মাদ্রাসা, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া মাদ্রাসা, লাখাই এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয়,ও বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিতর্কের বিষয় ছিল মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার,আইনের শাসনের অভাবেই দুর্নীতির বিস্তারের মূল কারণ, দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছায়ই মুখ্য ভুমিকা রাখতে পারে ও দেশে প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে ও অভাব নয় সীমহীন লোভই দুর্নীতির প্রধন কারণ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এবং বিচারকের ভূমিকায় ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কবীর হোসেন, পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জুল হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ করেছেন।

সম্পর্কিত