বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাকির হোসেন সনি,
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায়  উপজেলা সম্মেলন কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ” দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা” এই বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ।প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আলিনগর স্কুল ও কলেজের দলনেতা নওশীন আতিয়া।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মূন্সী,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী। বিচারক হিসেবে ছিলেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, খড়কাডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রভাষক নুরুজ্জামান বাবু। মডারেটর হিসেবে ছিলেন  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা শিক্ষা অফিসার মুসাহাক আলী, বৈষম-ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার যুগ্ন আহবায়ক রাসেল আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগন, সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী, রানার আপ ও  শ্রেষ্ঠ বক্তার হাতে পুরস্কার তুলে দেন।

সম্পর্কিত