মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র সহ মহিদুল ইসলাম (৩০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামের মৃত যতন আলী মন্ডলের ছেলে।

রবিবার (২২ জুন) গভীর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মহিদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার কাছে একটি অবৈধ অস্ত্র রয়েছে। পরে রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তার রান্নাঘরের ভিতরে জ্বালানির (গোবরের তৈরি মুঠিয়া) স্তূপের মধ্যে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একটি সচল পাইপগান বের করে দিলে পুলিশ অস্ত্রটি জব্দ করে।

রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের নির্দেশনায় এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত