
এম এ ওয়াহেদ লাখাই , হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ বড় বাজার হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কের করুণ দশা ভোগান্তি চরমে। সরেজমিনে গিয়ে দেখা গেছে বামৈ বড় বাজার হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কের কর্দমাক্ত ও ক্ষীণ সড়ক। যান চলাচল ও জন চলাচলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন যানবাহন চলাচলে প্রায় সময়ই বিঘ্নিত ঘটনার ঘটছ। এমনও দেখা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী এ্যাম্বোলেন্স জরুরি রোগী বহনেও নানা সমস্যার সম্মুখীন হতে দেখা গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন রোগী নিয়ে হবিগঞ্জ জেলা সদরে যাওয়ার সময় এই ক্ষীণ ও সড়কের বেহাল দশার কারনে নানা সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক বলেন এই সড়কের করুণ দশা দীর্ঘদিন ধরে। এই সড়কটি প্রসস্থ করে জন ভোগান্তি নিরসন করা জরুরী হয়ে পড়েছে।
আমি চেষ্টা করব স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলীর সাথে আলাপ এর একটা ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক বলেন, ওই সড়কের উন্নয়নের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আগামী অর্থ বছরে বাজেট আসলে ওই সড়কের সংস্কার কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।