সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে জুমার নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে দুই বন্ধুর মৃত্যু

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জুমার নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্র মাশরাফি আলম মেরাজ ও অনিক হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০ জুন) দুপুরে দুর্ঘটনাস্থলে মেরাজ ও আহত অনিককে রংপুরে নেওয়ার পথে মৃত্যু হয়।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের সরকারপাড়া- লালমনিরহাট মহাসড়কে বড়খাতাগামী মোটরসাইকেলের সাথে বিপরীতে পাটগ্রামগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার আলিউল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে মাশরাফি আলম মেরাজ (২৩) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় মোটরসাইকেল চালক অনিক হোসেন (২৫) গুরুত্বর আহত হয়। অনিক একই এলাকার একরামুল হকের ছেলে। অনিককে উদ্ধার করে রংপুরে নেওয়ার পথে বিকেলে জলঢাকার বড়ভিটা নামক স্থানে মারা যায়।

জানা গেছে, মেরাজ ও অনিক বন্ধুরাসহ মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতার ভাঙ্গা মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে মেরাজ নিহত এবং অনিক আহত হয়।

এ ব্যাপারে বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও পরে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চালক পলাতক এবং ঘাতক পিকআপ থানা হেফাজতে রয়েছে।

সম্পর্কিত