বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে বাপা’র উপজেলা কমিটি গঠন: সভাপতি হরিশ চন্দ্র রায় ও সম্পাদক নাজমুস সাকিব মুন

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর উপজেলা কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক হরিশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুস সাকিব মুন।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে বাপা,পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দের পারস্পরিক আলোচনা ও কন্ঠভোটের মাধ্যমে বিভিন্ন পদে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

হরিশ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাপা পঞ্চগড় জেলা শাখার সভাপতি একেএম আনোয়ারুল খয়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, কার্যকরী কমিটির সদস্য মো. সহিদুল ইসলাম সহিদ ও মাজেদুল ইসলাম আকাশসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিকবৃন্দ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অ্যাডভোকেট রতন কুমার রায় ও মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খন্দকার ও ওয়াশিম আকরাম, কোষাধ্যক্ষ অখিল বন্ধু রায়। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অবিনাশ রায়, মো. ওয়াসিস আলম, বিমল কুমার রায়, মো. সিরাতুল মোস্তাকিম, হাসান রায়হান ও সজীব উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে একেএম আনোয়ারুল খায়ের বলেন, “আমাদের দেশে পরিবেশবিরোধী নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে পরিবেশকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি দেবীগঞ্জ উপজেলা কমিটির পাশে থেকে পরিবেশবান্ধব সকল কর্মকাণ্ডে সহায়তা করার আশ্বাস দেন।

সভাপতি হরিশ চন্দ্র রায় বলেন, “ঢালাওভাবে বন উজাড় রোধ, অধিকহারে বৃক্ষরোপণ ও সংরক্ষণ, প্লাস্টিক বর্জন, শব্দদূষণ ও বায়ুদূষণ রোধ এবং পরিবেশবান্ধব জীবনযাপন ও জনসচেতনতা বৃদ্ধিতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন বলেন, “এই নবগঠিত কমিটির মাধ্যমে দেবীগঞ্জ উপজেলায় পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করার জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি”।

 

সম্পর্কিত