মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে শুরু হতে যাচ্ছে,জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট

স্বপ্না আক্তার,নীলফামারী।

নীলফামারীতে শুক্রবার (২০জুন) থেকে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫’।

নীলফামারী মিনি স্টেডিয়াম মাঠে শুক্রবার বিকেলে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এই টুর্নামেন্টের আয়োজন করছে জেলা প্রশাসন।

টুর্নামেন্টে ছয় উপজেলা ছাড়াও নীলফামারী ও সৈয়দপুর পৌরসভা মিলে আটটি দল অংশ নিচ্ছে। ২০জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হবে ৩০জুন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৫০হাজার এবং রানার আপ দল প্রাইজ মানি হিসেবে পাবে ৩০হাজার টাকা।

তিনি আরো বলেন, উৎসব মুখর এবং দর্শক মাতানোর জন্য প্রত্যেক দল জেলার বাহিরে থেকে দেশী ও বিদেশী মিলে ৩জন খেলোয়ার নিতে পারবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন ভালো প্রভাব ফেলবে।

এই টুর্নামেন্ট সফল হলে আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।

সম্পর্কিত