
এম এ ওয়াহেদ লাখাই : ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার ২০২৫- ২৬ সেশনের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে বামৈ হাজী আলাউদ্দিন মার্কেট মসজিদে হাজী আহাম্মদ আলীর সভাপতিত্বে মাহবুব হাসান কে সভাপতি কাউছার আহমেদ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক আশারাফ আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। নবনিযুক্ত কমিটি কে শপথ বাক্য পাঠ করান ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ শামসুল আলম সাজু। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল মোছাব্বির রুনু, ইসলামী দোকান শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি ইকবাল হোসাইন, মাওলানা জালাল আহমেদ, হাফেজ জুনায়েদ আহমেদ ও আলহাজ্ব আব্দুর রহমান সহ লাখাই উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন ।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লাখাই থানা মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান। পরিশেষে কারী মঞ্জুর আহমেদ এর দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত ঘোষনা করা হয়।