বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আইসক্রিম বিক্রি করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় তরুন নিহত

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে আইসক্রিম বিক্রি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক তরুনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত শাহিন ইসলাম(১৪) উপজেলার সোনাহার ইউনিয়নের সরকার পাড়া গ্রামের শাহিবুল ইসলাম এর ছেলে।

শনিবার (১৪ জুন) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার দেবীগঞ্জ-নীলসাগর সড়কের সোনাহার এলাকার আলমনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাঁনার মোড় নামক স্থানে দূর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আইসক্রিম বিক্রি করে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরত আসার সময় শাহিনের ব্যাটারিচালিত ভ্যানে মুখোমুখি ধাক্কা দেয় গরু বহনকারী একটি নসিমন গাড়ি। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন শাহিন। স্থানীয়রা আহত শাহিনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক নসিমন গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো (রাত ৮:৩০) কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত