সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উলিপুরে এনসিপির পার্টি অফিস উদ্বোধন ও আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম উলিপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উলিপুর উপজেলা শাখার উদ্যোগে পার্টির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেল ৩টায় গুনাইগাছ ব্রিজ সংলগ্ন ওয়ালটন শো-রুমের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয় উদ্বোধন করেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ড. আতিক মুজাহিদ।
উদ্বোধনী বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, “আমরাও নির্বাচনের বাইরে নই, আমরাও নির্বাচন চাই। তবে চাই একটি স্বাধীন, নিরপেক্ষ ও সংস্কারমুখী নির্বাচন কমিশন, যা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।
বৈষম্যহীন, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতির অগ্রযাত্রার ভিত্তি হতে পারে।”
এ সময় উপস্থিত ছিলেন,মোঃ মুকুল মিয়া, মোঃ মাসুম মিয়া, নেছার উদ্দিন আহমেদ, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাখাওয়াত হোসেন, ইমরান হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।
এনসিপি’র স্থানীয় ও জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আনন্দ র‌্যালি বের করা হয়, যা পার্টির নতুন অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ নেতৃবৃন্দকরে উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি করে।
নেতৃবৃন্দ জানান, পার্টির এই নতুন কার্যালয়ের মাধ্যমে উলিপুরে সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় ও গতিশীল হবে। ভবিষ্যতে এনসিপি গণমানুষের স্বার্থে কাজ করে যাবে—এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত