মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো:মেহেদী হাসান
স্টাফ রিপোটার :

নওগাঁর আত্রাইয়ে মাদক বিক্রিকালে স্থানীয় জনগণ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা হলো উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত বাহার প্রামাণিকের ছেলে জুয়েল প্রাং (৪৫) ও একই গ্রামের কুশাইয়ের ছেলে জিয়াউর রহমান জিয়া (৪০)।

জানা যায়, আটককৃতরা বৃহস্পতিবার ( ১২ জুন) ১৫০ পিস এ্যাম্পল বিক্রির জন্য নওদুলী বাজারে যান। সেখানে তাদের গতিবিধি সন্দেহ জনক হলে স্থানীয় জনগণ তাদের আটক করে তল্লাশি করেন। এ সময় তাদের কাছে ১৫০ পিস নিশা জাতীয় এ্যাম্পল পাওয়া যায়।

পরে তাদেরকে গণধোলাই দিয়ে আত্রাই থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

আত্রাই থানার ওসি (তদন্ত) কাওছার আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদরেকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পর্কিত