বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈদ স্পেশাল বাস উদ্বোধন বিআরটিসি এখন আর অলাভজনক প্রতিষ্ঠান নয় -রাজবাড়ীতে বিআরটিসি’র চেয়ারম্যান

মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃ

বিআরটিসি’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা বলেছেন, বিআরটিসি এখন আর অলাভজনক প্রতিষ্ঠান নয়। এটা এখন সাড়ে চার হাজার মানুষের কর্মসংস্থানের স্থান। তারা আয় করে তারা বেতন নিচ্ছে, যার সহযোগিতা করছে সরকার।

শুক্রবার (০৬ জুন) সকালে রাজবাড়ীর বাসটার্মিনালে রাজবাড়ী থেকে গুলিস্থানগামী  বিআরটিসির ঈদ স্পেশাল এসি বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, যাত্রিদের চাপের কারনে রাজবাড়ী থেকে এই সেবা চালু করা হলো। যাত্রিদের এই চাপ থাকলে রাজবাড়ীতে বিআরটিসির একটি ডিপো করা হবে যা আসে পাশের ছয় জেলা কাভার করবে। যা বর্তমানে কাভার হচ্ছে বরিশাল ও গোপালগঞ্জ থেকে। যে কারনে পদ্মা সেতুর সুফল এই অঞ্চলের মানুষ পাচ্ছে না।

তিনি আরো বলেন, রাজবাড়ীতে যদি একটি ডিপো করা যায় তবে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। যে কাজে সকলকে সহযোগিতা করতে হবে।
এ সময় রাজবাড়ী থেকে গুলিস্থানগামী  বিআরটিসির ঈদ স্পেশাল এসি বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

জানাগেছে, প্রতিদিন সকাল সাড়ে ৬ টার সময় মাত্র ৫০০ টাকা ভাড়ায় রাজবাড়ী থেকে গুলিস্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবে এসি বাসটি।

সম্পর্কিত